ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জলহস্তির শরীরে করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭৩ বার


জলহস্তির শরীরে করোনা শনাক্ত

বেলজিয়ামের চিড়িয়াখানায় দুইটি জলহস্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। চিড়িয়াখানার কেয়ারটেকার এ তথ্য জানিয়ে বলেছেন, দৈত্যাকার প্রাণীগুলো বিপদের মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে না। অ্যান্টওয়ার্প চিড়িয়াখানায় এটিই প্রথম কোভিড-১৯ সংক্রমণ নয়, মহামারিকালে বাঘ, চিতা, সিংহ ও বানরের মধ্যে এমন সংক্রমণ হয়েছিল বলে ধারণা করা হয়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, হারমিয়েন এবং ইমানি নামে ৪১ ও ১৪ বছর বয়সের মা ও মেয়ে জলহস্তি দুইটি করোনা পজিটিভ হয়েছে। দর্শনার্থীদের থেকে বিচ্ছিন্ন রাখার জন্য তাদের আলাদা করে রাখা হয়েছে। 

শীতে করোনা বৃদ্ধি পাওয়ায় পশু চিকিত্সক ফ্রান্সিস ভারকামেন জলহস্তিগুলোর পরীক্ষা করেন। তিনি বলেন, এই শীতের সময় জলহস্তির কফ পরিষ্কার করা হয়। এজন্য সতর্কতা হিসেবে ব্যাকটেরিয়া টেস্ট করা হয়। এই নমুনা বেলজিয়ামের ভেটেরিনারি ল্যাবে পাঠানো হয়। এতেই কোভিড শনাক্ত হয়।

তিনি আরও বলেন, আমি যতদূর জানি, এই প্রজাতির মধ্যে এটিই প্রথম সংক্রমণ। ইতিপূর্বে এই ভাইরাসটি প্রধানত বনমানুষ বা বিড়াল প্রজাতির (বাঘ, সিংহ) মধ্যে সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে।


   আরও সংবাদ