ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘বিশ্ব আফগানিস্তানের সাথে বেইনসাফি করছে’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২১ ১৭:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৭১ বার


‘বিশ্ব আফগানিস্তানের সাথে বেইনসাফি করছে’

আফগানিস্তানে তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ‘বেইনসাফি’ করছে বলে জানিয়েছেন তালেবানের রাজনৈতিক দফতরের সদস্য আনাস হাক্কানি। বুধবার আফগান সংবাদমাধ্যমের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিশ্ব আফগানিস্তানের সাথে বেইনসাফি করছে। এর পূর্বে তারা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলেছিলো। এখন তারা নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে এবং তাও পালন করার দাবি তুলছে।’
 
এর আগে গত ১ ডিসেম্বর জাতিসঙ্ঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব কারা করবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া স্থগিত করেছে সংস্থাটিতে প্রতিনিধিত্বের বিষয় নিয়ন্ত্রণ করা ক্রেডেনশিয়ালস কমিটি। তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসঙ্ঘে প্রতিনিধিত্বের জন্য দলটির কাতার দফতরের মুখপাত্র সুহাইল শাহিনকে প্রস্তাব করা হয়েছিলো।

আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা দেশগুলোসহ বিভিন্ন দেশ কূটনীতিক তৎপরতা স্থগিত করে। অনেক দেশই কাবুলে তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে কিছু দেশ কাবুলে তাদের দূতাবাসের কার্যক্রম চালু রাখলেও কোনো দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

সূত্র : তোলো নিউজ


   আরও সংবাদ