ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০১ বার
জন্মদিনে মোমবাতি নিভিয়ে কেক কাটার রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই মোমবাতি নেভাতে গিয়েই বিপত্তি বাধালেন এক তরুণী। কেকের ওপর জ্বালানো মোমবাতি থেকে আগুন ধরে গেল তার চুলে।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাসিন্দা আনা ওস্টারহাউস তার ছেলের সঙ্গে কেক কাটার সময় মোমবাতি নেভাতে গিয়ে তার চুলে আগুন ধরিয়ে ফেলেন। এ সময় মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচলেও তার চুল, চোখের পাঁপড়িসহ গালের কিছু অংশ পুড়ে যায়।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরিবারের সদস্যদের ধারণ করা ওই ভিডিওতে দেখা গেছে, কেক হাতে ছেলের সঙ্গে বসে আছেন আনা। কেকের ওপর অনেকগুলো মোমবাতি জ্বলছে। এ সময় আনা কিছুটা ঝুঁকে মোমবাতি নেভাতে গেলে তার চুলে আগুন ধরে যায়। তার বাচ্চারা ভয়ে চিৎকার করে উঠে। ক্যামেরার ফোকাস অন্যদিকে সরে যায়।
তার স্বামীসহ পরিবারের অন্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যান আনা। তার ডানপাশের চুল, চোখের পাঁপড়ি পুড়ে যায়। এছাড়া তার ডান কান এবং ডান গালও অল্প পুড়ে গেছে।