ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২১ ২৩:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৪ বার
আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ সংক্রান্ত দলিলপত্রের আর্কাইভ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবে ফ্রান্স।
১৯৫৪ থেকে ১৯৬২ পর্যন্ত ফ্রান্সের অধীনতা থেকে মুক্তির জন্য আট বছর একটানা যুদ্ধ চালায় আলজেরীয়রা।
যুদ্ধের সময় আলজেরীয়দের বিরুদ্ধে ফরাসিরা 'গণহত্যা' ও 'নিপীড়ন' চালিয়েছে বলে ঐতিহাসিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
আট বছরের যুদ্ধে হাজার হাজার আলজেরীয় প্রাণ হারায়।
সাক্ষাতকারে রোজলাইন ব্যাশলে বলেন, 'আমাদের উচিত ঐতিহাসিক সত্যের মুখোমুখি হওয়ার সাহস অর্জন করা।'
তিনি বলেন, 'আলজেরিয়ার সাথে আমাদের বিভিন্ন বিষয় পুনর্গঠন করতে হবে। একমাত্র সত্যের ভিত্তিতেই এই পুনর্গঠন সম্ভব।'
ফরাসি সংস্কৃতিমন্ত্রী বলেন, 'আমি চাই আমরা যেন নিজ চোখে তা দেখতে পারি। মিথ্যার ওপর আমরা জাতীয় ইতিহাস তৈরি করতে পারি না।'
তিনি আরো বলেন, 'আমাদের সত্যকে ভয় করা উচিত নয়। আমাদের উচিত তাকে যথার্থ স্থানে রাখা।'