ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২১ ১৯:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০২ বার
জাতিসঙ্ঘে ক্ষমতাচ্যূত আফগান সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
জাতিসঙ্ঘ এ কথা জানিয়েছে বলে এএফপির খবরে বলা হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার হাতে পাওয়া এক চিঠিতে জাতিসঙ্ঘের সহকারী মুখপাত্র ফারহান হক এএফপিকে বলেন, গোলাম ইসাকজাই ১৫ ডিসেম্বর পদত্যাগ করেছেন।
কূটনীতিকরা জানান, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আর্থিক সঙ্কটের মুখে পড়ায় জাতিসঙ্ঘে দেশটির মিশন ধরে রাখার চেষ্টা চালানো হয়।
বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতিসঙ্ঘে আফগান মিশনের কাউকে পাওয়া যায়নি।
সূত্র : বাসস