ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এক নজরে স্টাইলক্রাফটের সাফল্য

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২১ ১৪:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০২ বার


এক নজরে স্টাইলক্রাফটের সাফল্য

বাংলাদেশে পোষাক শিল্পের রূপকার হিসেবে পরিচিত এম শামসুর রহমান। যার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে পোষাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্স ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্ট এসোসিয়েশনের (বিজিমইএ)। 

এই প্রতিতযশা শিল্পপতীর হাতেই ১৯৮৩ সালে গড়ে ওঠে দেশের তৈরি পোষাক খাতের প্রথম দিকের প্রতিষ্ঠান স্টাইরক্রাফাট লিমিটেড।

সময়ের পরিক্রমায় দৃঢ় পদক্ষেপ রাখতে সক্ষম হয় খাতে। সম্প্রতি সে পথ চলায় কিছুটা স্থবিরতা নেমে আসে। শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এ জন্য দীর্ঘদিনের এক বড় ক্রেতাকে প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওযাকেই দায়ি করা হচ্ছে। কিন্তু সেই অবস্থা কাটিয়ে ফের দৃঢ় পথচলার প্রত্যয় দেখা যায় প্রতিষ্ঠানটির বর্তামন পরিচালকদের মুখে। 

ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নতুন গ্রাহক খুঁজতে উদ্যোগ নেয়া হয়েছে এবং এতে সাফল্যও পেয়েছেন।

প্রতিষ্ঠানটি সম্পর্কে জানা যায়,প্রয়াত এম শামসুর রহমানের নিজের হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটিতে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। তবে অন্যতম পরিচালক ওমর গোরাম রাব্বানীর পরামর্শ ও তত্বাবধায়নে প্রতিষ্ঠানটি এই পর্যায়ে উন্নীত হয়। প্রয়াত এম শামসুর রহমানের অবর্তমানে ওমর গোলাম রব্বানীই বর্তমানে কোম্পানির চেয়ারম্যান মনোনিত হন। যেখানে ২০১৭ সালে বিক্রি ছিল ৩০৯ কোটি টাকা, সেখানে ২০১৮ সালে বিক্রি হয় ৩২৫ কোটি টাকা। পরের বছর অর্থৎ ২০১৯ সালে বিক্রি আরো বেড়ে ৩৫১ কোটি টাকায় দাঁড়ায়। কিন্তু ২০১৯ সালে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ক্রেতা জাপানি প্রতিষ্ঠান ইনিক্লো বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামের দিকে ঝুঁকে পড়লে সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে ২০২০ সালে প্রতিষ্ঠানটির বিক্রি দাঁড়ায় ২০৫ কোটি টাকা।  এছাড়া করোনাকালীন কারখানার কার্যক্রম বন্ধ থাকায় এই প্রভাব আরো বাড়তে থাকে।

তবে ধীরে ধীরে সে অবস্থা থেকৈ উত্তরণের দিকে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এমনটাই জানালেন পরিচালক শরীফ আলমাস রহমান। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে ইতোমধ্যে নতুন পরিকল্পনা নেয়া হয়েছে। একই সাথে বিশ্বের বড় বড় পোষাক প্রতিষ্ঠান বা ব্রাণ্ডের সাথে আলোচনা চলছে। অনেক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছেন। এছাড়া সম্পদ ও রিজার্ভ এখনো মোটামুটি ভালো অবস্থায় আছে বলে জানালেন পরিচালক। তাই ক্রেতা সংকট দূর করে নতুন পরিকল্পনা অনুযায়ি কাজ চালাতে পারলে ফের উত্থান ঘটাবে স্টাইলক্রাফটের এমটাই আশা প্রয়াত শামসুর রহমানের উত্তরসুরী এই পরিচালকের।


   আরও সংবাদ