ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আফগানিস্তানে খাদ্য-চিকিৎসা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৯২ বার


আফগানিস্তানে খাদ্য-চিকিৎসা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ

আফগানিস্তানের জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতার প্রস্তাব করেছে বাংলাদেশ। 

রোববার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির ১৭তম বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সহযোগিতার ঘোষণা দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে, কারণ আমাদের দেশ আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে।

ওই বৈঠকে পররাষ্ট্রসচিব বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক।

আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘শীতকালে এটি আরও বেশি প্রকট হতে পারে।’


   আরও সংবাদ