ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৬৪ বার
যুক্তরাজ্যের আকাশে দেখা মিলল বিরল সাদা রংধনুর। ইংল্যান্ডের পূর্ব উপকূলে চলতি সপ্তাহে বিরল এই রংধনু দেখা যায়। কুয়াশার মধ্যে সূর্যের আলো পড়ে এই বিরল রংধনুর সৃষ্টি হয়।
ইংল্যান্ডের নরফোক, সাফোক এবং এসেক্সের আকাশে এই বিরল রংধনুর দেখা মেলে।
স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরল এই ঘটনার ছবি শেয়ার করেছেন।
এ ব্যাপারে বিবিসির আবহাওয়ার প্রতিবেদক ড্যান হোলি জানান, গত শনিবার উপকূলীয় অঞ্চলে নিচু হয়ে ভাসতে থাকা মেঘ আর পাতলা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো পড়ে এই বিরল অবস্থার তৈরি হয়।
এটা অনেকটা রংধনুর মতোই আকাশে দেখা যায়। তবে বৃষ্টির পরিবর্তে এই সাদা রংধনু কুয়াশার মাধ্যমে তৈরি হয়।
রংধনুর মতো একই রকম আলোর প্রতিফলন ও প্রসারণের ফলে এটা আকাশে দেখা যায়। তবে রংধনুর সঙ্গে এর পার্থক্য হলো, রংধনু সৃষ্টি হয় মেঘের মধ্যে বৃষ্টির পানির প্রতিফলনে আর এটা সৃষ্টি হয় কুয়াশার মধ্যে শিশির বিন্দু থেকে। এ কারণে এটার রং সাদা হয়।