ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভারতের আনুষ্ঠানিক আহ্বান 

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২১ ০৭:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৯৩ বার


মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভারতের আনুষ্ঠানিক আহ্বান 

মিয়ানমারে চলতি বছর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর ভারত প্রথমবারের মতো দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এ আহ্বান জানান।

গতকাল থেকে ২ দিনের সফরে তিনি মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং, ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে শ্রিংলা বন্দিদের মুক্তি, সহিংসতার অবসান এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

এর আগে গত ৭ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন যে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং অন্যান্যদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ে দিল্লি 'আশাহত' হয়েছে।

মিয়ানমারের একটি আদালত সু চিকে ৪ বছরের কারাদণ্ড দেয়। পরে তার সাজা কমিয়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়, মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত কাজ করেছে। জনগণের ইচ্ছা অনুযায়ী দেশটিতে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, ফেডারেল ইউনিয়ন প্রতিষ্ঠা করতে ভারত আবারও কাজ করার প্রস্তাব রাখছে।


   আরও সংবাদ