ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতা-কর্মী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২২ ২২:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০৭ বার


বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতা-কর্মী

রগুনার আমতলীতে আওয়ামী লীগের ৫০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

এর আগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল আহম্মেদ ফকির ও সদস্য সচিব তুহিন মৃধার মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকবুল আহম্মেদ খান, আলতাফ হাওলাদার, ইলিয়াস খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী জামান রাকিব, মোমেন আকন ও রেজাউল করিম পান্না আকন।

 

উপজেলা বিএনপির একটি সূত্র জানায়, আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ৫০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

 

তবে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগ করে তারা কখনো দল বদলাতে পারে না। মূলত এরা সুযোগ সন্ধানী। কখনও এই দলে আবার কখনও ওই দলের সঙ্গ দেওয়াই এদের কাজ। এরা নিজেদের স্বার্থে দলকে ব্যাবহার করে।’

 

বিষয়ে জানতে সফেজ উদ্দিন প্যাদার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে বলেন, ‘‌‌আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি। ওয়ান ইলেভেনের সময় আন্দোলন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে থেকেছি। কিন্তু মূল্যায়ন পাইনি।’

 

তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এই সরকারকে ক্ষমতায় এনেছি। কিন্তু এখন সাধারণ মানুষ সরকারের কাছে জিম্মি। সাধারণ মানুষের অধিকার হরণসহ আওয়ামী লীগের দুঃশাসন আর সহ্য করতে না পেরে নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।’

 

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, ইলিয়াস খান, সদস্য এইচএম দেলোয়ারসহ পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিতিতে তারা বিএনপির সদস্যপদ নিশ্চিত করেন।’

 

তিনি আরও বলেন, ‘‌মানুষের অধিকার আদায়ের জন্য যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সাধুবাদ জানাই।’


   আরও সংবাদ