ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সমাবেশে খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২ ১৬:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩৬ বার


সমাবেশে খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার জামিন বাতিল হবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় সমাবেশের নামে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সুন্দর পরিবেশে সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দু’টি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ। তাদের দাবির প্রতি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।


   আরও সংবাদ