ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২ ২১:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০২ বার
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেকের ইচ্ছে একটা লাশ পড়ুক। লাশ পড়লে ওনারা খুব খুশি হন। কারণ, তখন পাবলিক সেন্টিমেন্ট পাওয়া যায়। অনেক ঘটনা ঢাকায় ঘটার আগেই ওয়াশিংটন চলে যায়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কক্সবাজারের ইনানি বিচে আয়োজিত এক সেমিনারে নয়াপল্টনে বিএনপি কর্মী-সমর্থদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ঘটনাটি ঢাকায় ঘটার আগেই ওয়াশিংটনে চলে গেছে। যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটা কারণ হচ্ছে আমাদের একজন সাংবাদিক, উনি এটা উসকে দেন।
এ সময় সাংবাদিকরা জানতে চান ওই সাংবাদিকের নাম কি? জবাবে মন্ত্রী বলেন, আপনারাই তাকে খুঁজে বের করুন। ওই সাংবাদিকের হোয়াইট হাউজ এবং জাতিসংঘ দুই জায়গাতেই এক্সেস আছে। বাংলাদেশে কিছু হলেই সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন করেন। প্রশ্ন করার ফলে উনি উত্তর দেন। উত্তরটা উনি লিখেও দেন। অনেক সময় উনি আগেভাগে লিখেও দেন, টেক্স করেন-আমি এটা প্রশ্ন করব, এই এই দুর্ঘটনা ঘটেছে।