ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হলো থিম সং

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫৯ বার


আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হলো থিম সং

আওয়ামী লীগের ২২তম সম্মেলনে যুক্ত হয়েছে থিম সং। দলটির ৭৩ বছরের ইতিহাসে এবারই প্রথম মুক্তিবোধ আর প্রগতিবাদী রাজনীতির মূলস্বরকে কেন্দ্র করে এ ‘থিম সং’ রচিত হয়েছে।

Pause

Unmute

 

Loaded: 0.96%


বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থিম সংটি আপলোড করা হয়েছে।

আগামীকাল শনিবার অনুষ্ঠেয় সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বিভাগের উদ্যোগে নবনির্মিত ‘থিম সং’ যুক্ত করেছে নতুন মাত্রা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের গীতিকাব্যে সৃষ্ট থিম সংটিতে সুর করেছেন দেশের খ্যাতনামা কয়েকজন কণ্ঠশিল্পী।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিকল্পনায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গানটিতে মোহনবীণা বাজিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ভারতের কিংবদনন্তি শাস্ত্রীয় সংগীতব্যক্তিত্ব পণ্ডিত বিশ্ব মোহন ভাট।


এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, চন্দনা মজুমদার, দিলশাদ নাহার কণা ও মাশা ইসলাম।

ইয়াসির মাহমুদ খানের সমন্বয়ে চিত্র পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ।


আওয়ামী লীগ নেতারা বলছেন, থিম সংটির শব্দচয়ন, ভাষার শৈল্পিক উপস্থাপনার পাশাপাশি ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষিতের বর্ণনা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গানটির শব্দ গাঁথুনি যেমন অসাধারণ, তেমনই সুরের মূর্ছনায় বিগলিত হবেন নেতাকর্মীদের পাশাপাশি অন্যরাও। থিম সংয়ের ভিডিওচিত্র দেখেও ইতিবাচক মতামত জানান নেতারা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সংবাদ মাধ্যমকে বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলের নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দলের দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে অসংখ্য জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুঁজলে প্রত্যেকটি সম্মেলনে একটি ব্যতিক্রমী আয়োজন চোখে পড়বে। তবে এবারই প্রথম দলের দপ্তর বিভাগ থেকে একটি থিম সং করা হয়েছে।

আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। এবারের সম্মেলনে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। সম্মেলনের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন হয়েছে।


   আরও সংবাদ