ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেট্রোরেলের ভাড়া বেশি না : কাদের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২২ ১৫:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩০ বার


মেট্রোরেলের ভাড়া বেশি না : কাদের

 


অন্যান্য দেশের তুলনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা কলকাতার মেট্রো না, এটা অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, এখন রিকশায় উঠলেই ন্যূনতম ২০ টাকা ভাড়া দিতে হয়। এ ছাড়া টেকনোলজির দিক থেকে আমাদের মেট্রোরেল অনেক উন্নত। আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ বা শব্দ হবে না। ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে আমাদের মেট্রোরেলের ভাড়া বেশি না, সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা, সেখানে মাত্র ৩৮ মিনিটে এতোটা পথ চলে যাবে।


   আরও সংবাদ