ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১১ দলীয় জোটের কর্মসূচিতে ৬৫ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৩ ১৬:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯৪ বার


১১ দলীয় জোটের কর্মসূচিতে ৬৫ নেতাকর্মী

১১ দলীয় জোটের গণঅবস্থান কর্মসূচিতে ৬৫ জন নেতাকর্মী অংশ নিয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে আল রাজী কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১১ দলীয় জোটের কর্মসূচিতে অংশ নেওয়া ৬৫ জন নেতাকর্মীর মধ্যে ৪০ জন ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন। বাকি ২৫ জনকে ফুটপাতে বসে থাকতে দেখা গেছে। দাঁড়িয়ে থাকাদের মধ্যে তিনজন স্কুল শিক্ষার্থী।

ওই তিন শিক্ষার্থী জানান, তারা সাইফুল নামে এক ব্যক্তির সঙ্গে এখানে এসেছে। তিনি কোন দলের শিক্ষার্থীদের জানা নেই।

১১ দলীয় জোটের কর্মসূচিতে অংশ নেওয়া বিকল্পধারা বাংলাদেশের নেতা অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী জানান, ছোট দলের কর্মসূচিতে লোকজন থাকতে চায় না। শুরুতে শতাধিক লোক থাকলেও পরে অনেকে নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে চলে গেছে।

উল্লেখ্য, আগামী নির্বাচনকে সামনে রেখে গত ২৮ ডিসেম্বর ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বিএনপির সমমনা ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ হয়। বিএনপির সব দাবি ও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারাও আলাদাভাবে কর্মসূচি পালন করছে।


   আরও সংবাদ