ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৩ ১৬:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০৫ বার
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একবার আন্দোলন করার পর বলে যে শীতের পর আন্দোলন হবে, বর্ষার পর আন্দোলন হবে, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন হবে; আসলে হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনই হাঁকডাক করছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি। আমাদের ভক্তি জনগণ। তাই আমাদের জনসভাগুলোতে লাখ লাখ জনগণের উপস্থিতি থাকে। এর মানেই বোঝা যায়, জনগণ আমাদের সঙ্গেই আছে।
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।
এর আগে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন তিনি।