ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ছয় আসনে উপনির্বাচন : জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৩ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫৩ বার


ছয় আসনে উপনির্বাচন : জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের শূন্য ছয় আসনের উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তারা। বগুড়ায় দুটি আসনে প্রচারে সরব আলোচিত প্রার্থী হিরো আলম।

Pause

Unmute

 

Loaded: 9.85%


শূন্য হওয়া এই ছয় আসনে গত ১৬ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলোতে ২৭ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়ার শূন্য দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে ভাইরাল হওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। দিন রাত চালিয়ে যাচ্ছেন প্রচারকাজ। উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন অন্য প্রার্থীরাও।

হিরো আলমের দাবি, আমরা জনগণের অনেক ভালোবাসা পাচ্ছি। অনেক উৎসাহ দেখেছি। তাদের ভালোবাসা পেয়ে আমি খুবই ধন্য। আমি হেরে গেলেও দুঃখ থাকবে না।


বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু জানান, আমরা যে নির্বাচনের কথা বলেছি, আমরা সেই দায়িত্বটাই পালন করব।

জাপার প্রার্থী নুরুল ইসলাম জানান, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছি। মানুষের সমস্যাগুলো তুলে ধরার। তবে সবার সহযোগিতা লাগবে।


এদিকে চাঁপাইনবাবগঞ্জের শূন্য ২ ও ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া দুই প্রার্থীসহ অন্য প্রার্থীরাও দিনরাত এক করে গণসংযোগ চালাচ্ছেন।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে শেষ সময়ে বদলে গেছে দৃশ্যপট। সংসদ এবং বিএনপি থেকে পদত্যাগী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার পাল্লা ভারী হয়ে উঠেছে। এতে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা আছেন কিছুটা চাপে।

এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনেও জোরেসোরে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্ধারিত দিনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।


   আরও সংবাদ