ঢাকা, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘স্যার ডাকতে হবে বলে কিছু শিক্ষিত মানুষ আমাকে হারিয়েছে’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩১ বার


‘স্যার ডাকতে হবে বলে কিছু শিক্ষিত মানুষ আমাকে হারিয়েছে’

সংসদ সদস্য হলে আমাকে স্যার ডাকতে হবে, এ জন্য কিছু শিক্ষিত মানুষ আগে থেকেই আমাকে মানতে পারছিল না। এরাই ফলাফল পাল্টে আমাকে পরাজিত করেছে। ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হিরো আলম এমন অভিযোগ করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় বগুড়া-৪ আসনের ফল ঘোষণার পর হিরো আলম জেলা সদরের এরুলিয়ার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, আমি সংসদ সদস্য হলে নাকি বাংলাদেশের সম্মানহানি হবে। এ জন্য তারা আমাকে হারিয়ে দিয়েছে। আমি এ ফলাফল মানি না।

বগুড়া সদর আসন সম্পর্কে তিনি বলেন, সেখানে অনেক কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি। কর্মীদের মারধর করেছে।


এ বিষয়ে লিখিত অভিযোগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলব না। পরে জানানো হবে।

প্রসঙ্গত, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নির্বাচন করে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।


এদিকে, বগুড়া-৬ (সদর) আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ছিলেন আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।


   আরও সংবাদ