ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ মে, ২০২৩ ১৩:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩৬ বার
কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অনাদায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫-এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।
মোট আট আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। যার মধ্যে একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারাধীন একজনের মৃত্যু হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জাকির, ইলিয়াস, কামাল, নয়ন ও জামাল। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালের ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।