ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রহমত উল্লাহর মামলায় চিত্রনায়ক শাকিবের বিরুদ্ধে সমন জারি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ মে, ২০২৩ ১৩:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫১ বার


রহমত উল্লাহর মামলায় চিত্রনায়ক শাকিবের বিরুদ্ধে সমন জারি

মানহানির ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রযোজক রহমত উল্লাহর করা মামলায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করেন। এরপর আদালত সমন জারি করে ১৫ মে জবাব দাখিলের জন্য নির্দেশ দেন। আজ মঙ্গলবার আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৩০ এপ্রিল ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। এরপর আদালত মামলাটি আমলে গ্রহণ করে কোর্ট ফি দাখিলের জন্য দিন ধার্য করেন।

গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত। গত ২৬ এপ্রিল রহমত উল্লাহ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

এ ছাড়া গত ২৭ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


   আরও সংবাদ