ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৯৮ নেতাকর্মীর নামে মামলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ মে, ২০২৩ ১৬:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬১ বার


সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৯৮ নেতাকর্মীর নামে মামলা

রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। বিএনপির ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধানমন্ডি ও নিউ মার্কেট থানায় মামলা করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বিএনপির ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত হিসেবে আরও অনেককে আসামি করা হয়েছে।’

ধানমন্ডিতে গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময় দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় নগর পরিবহনের একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পদযাত্রা কর্মসূচিটি সাতমসজিদ রোড, সীমান্ত স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালান। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালান।

তিনি আরও বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতকর্মীকে আটক করা হয়েছে।


   আরও সংবাদ