ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৩ ১৪:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৩ বার
রাজধানীতে মাইকিং করতে বিএনপিকে নিষেধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষে একটি চিঠি দিয়ে বিএনপিকে নিষেধ করা হয়।
এর আগে পদযাত্রা কর্মসূচি পালনে প্রচারণার জন্য মাইকিং করতে ডিএমপিতে আবেদন করেছিল বিএনপি।
এ দিকে রোববার (১৬ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মাইকিং থেকে বিরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনারা সামাজিকমাধ্যমে প্রচার চালাতে বলেছেন। তবে লিফলেট বিতরণ করতে এখানে কোনো সমস্যা নেই।
কর্মসূচি পালনের অনুমতি মিলেছে কিনা এমন প্রশ্নের জবাবে এ্যানি বলেন, আমরা আমাদের কর্মসূচির বিষয়ে অবহিত করেছি। আলোচনা হয়েছে। আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতা করবেন। এখানে অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না। যেখানে মৌখিক আলোচনা হয়েছে।
এ্যানি আরও বলেন, ডিএমপি আগামী ১৮ জুলাই পদযাত্রার বিষয়ে রুট পরিবর্তন করার প্রস্তাব করেছেন। আমরা বলেছি রুট সংশোধনের চেষ্টা করা হবে।