ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মামলা বাতিল চেয়ে এবার চেম্বার আদালতে ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭১ বার


মামলা বাতিল চেয়ে এবার চেম্বার আদালতে ড. ইউনূস

শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে এবার চেম্বার আদালতে আবেদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ আগস্ট) সকালে আইনজীবীর মাধ্যমে চেম্বার আদালতে আবেদন করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার ৮ আগস্ট শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার চলবে, অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত।
 
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না- এ মর্মে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ওইদিন।
 
এর আগে গত ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে এই রুল বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
 
৩ আগস্ট ওই আবেদন নিষ্পত্তি করে ইউনূসের আবেদনের পক্ষে জারি করা রুল শুনানির জন্য বেঞ্চ পরিবর্তন করে দেন আপিল বিভাগ।
 
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। 


   আরও সংবাদ