ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১৩ বার
দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দুর্নীতি সব জায়গায় ক্যানসারের মতো কাজ করছে। আমার পূর্বসূরিরা যেভাবে চেষ্টা করেছেন, সহকর্মীদের নিয়ে একইভাবে আমিও চেষ্টা করব। আমি এই দুর্নীতি কমানোর উদ্যোগ গ্রহণ করব।
বুধবার (১৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিচারপতি ওবায়দুল হাসান বলেন, দুর্নীতি এমন নয় যে শুধু বিচার বিভাগেই আছে, এমন নয় যে এটি শুধু অন্য কোনো বিভাগে আছে। এটি সব জায়গাতেই কিছু না কিছু আছে। দুর্নীতি কমানোর ইচ্ছা থাকলে তা কিছু না কিছু কমানো যাবেই। তবে, এ জন্য সামাজিক পরিবর্তনটা দরকার। সামাজিক পরিবর্তন না আনলে শুধু বিচার করে, শুধু আইন-আদালত করে এই সমাজকে সঠিক পথে আনা যাবে না।
তিনি বলেন, বিচারকরা বিচার কাজ তাদের মতো করে করছেন। বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে না। যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন বা যেসব আইনজীবী বন্ধু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, তারা রাজনীতি করুন। কিন্তু আদালতে আপনারা সহনশীলতার পরিচয় দেবেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং অধস্তন আদালতে আমাদের যেসব সহকর্মী আছেন, সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা বিচার বিভাগের কাজটি নিজের কাজ মনে করবেন। সেটি মনে করলেই অনেক কিছু করা সম্ভব হবে।
বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, আমাদের মামলাজট বা মামলার দীর্ঘসূত্রতা একটি পুরোনো ব্যাধি। এই ব্যাধি যাতে দীর্ঘস্থায়ী না হয়, সেই চেষ্টা আমি করব। শপথ নেওয়ার পর এ নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে কথা বলার পাশাপাশি পূর্বসূরিদের নেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করব। চেষ্টা করব, এই বিচার বিভাগকে আরও গতিশীল করার।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হচ্ছে আগমী ২৫ সেপ্টেম্বর। এরপর শপথ নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান তার স্থলাভিষিক্ত হবেন।