ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সুপ্রিম কোর্টে প্রবেশে কঠোর বিধিনিষেধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৩ ২২:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮১ বার


সুপ্রিম কোর্টে প্রবেশে কঠোর বিধিনিষেধ

বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা আর জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলেও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে বলা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্নী মো. মশিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র, অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা গেলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায়, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


   আরও সংবাদ