ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯২ বার
সৌদিয়া পরিবহনের বাস ও ট্রাক সংঘর্ষে পা হারানো নুরুল আলালের (৩৫) পরিবারকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
আদালত রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এস কে ওমর শরীফ ও অ্যাডভোকেট মো. সেলিম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান।
আদেশের বিষয়ে আইনজীবী এস কে ওমর শরীফ বলেন, গত ২ জুন রাত ৩টায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় ফেবো ফিলিং স্টেশনের সামনে সৌদিয়া পরিবহনের বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসে থাকা শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ নূরুল আলাল তার একটি পা হারান।
এ ঘটনার পর দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিল হতে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন আলাল এবং পরে আগস্ট মাসে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতে দিনেও সেই আবেদন এবং লিগ্যাল নোটিশের কোনো নিষ্পত্তি না করায় আলালের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন তার স্ত্রী।
রিটে স্বরাষ্ট্র সচিব, চট্টগ্রাম জেলা প্রশাসক, সৌদিয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক, বিআরটিএর চেয়ারম্যান ও বিআরটিএর বোর্ড অব ট্রাস্টিকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নের রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে বিআরটিএর কাছে ক্ষতিপূরণ চেয়ে করা আবেদনটি এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।