ঢাকা, শনিবার, ১৪ জুন ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লাঠি-রড-হেলমেট নিয়ে টিএসসিতে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ জুলাই, ২০২৪ ১৫:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯৮ বার


লাঠি-রড-হেলমেট নিয়ে টিএসসিতে ছাত্রলীগ

ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনন।  

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় এই বিক্ষোভ মিছিল হওয়ার কথা।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের এ বিক্ষোভ প্রতিরোধে একইদিন দুপুর দেড়টায় সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।

 

সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও রাজু ভাস্কর্যের পাদদেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটকে এ সমাবেশে যোগ দিতে দেখা যায়।

এ সময় তাদের অনেককে হেলমেট পরিহিত অবস্থায় লাঠি, রড, ক্রিকেট স্টাম্প নিয়ে টিএসসির বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়। পাশাপাশি তাদের বিভিন্ন স্লোগানে টিএসসির আশপাশের সড়কে মিছিল করতে দেখা যায়।


   আরও সংবাদ