ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় বাংলাদেশ ন্যাপ'র শোক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ জুলাই, ২০২৪ ১৫:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৬ বার


ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় বাংলাদেশ ন্যাপ'র শোক

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন- হামাস এর রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের সাবেক (দশম) প্রধানমন্ত্রী হাফেজ ইসমাইল হানিয়া ইরানে অবস্থানকালে ইসরাইলী গুপ্ত হামলায় নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ইহুদীবাদী ইসরাইলী গুপ্ত হামলায় নিহত ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলনের নেতা ইসমাইল হানিয়ার শাহাদাত ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনীদের বিজয়কে ত্বরান্বিত করবে।

তারা বলেন, সাবেক (দশম) প্রধানমন্ত্রী হাফেজ ইসমাইল হানিয়া র হত্যাকাণ্ড কাপুরুষোচিত। গুপ্ত হত্যা, গণহত্যা, নির্যাতন কোন জাতির মুক্তির আন্দোলনকে দমাতে পারে না।

নেতৃদ্বয় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়ে বলেন, মজলুম ফিলিস্তিনী ও গাজাবাসী এই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। 

 


   আরও সংবাদ