ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৭ বার


ধামইরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর শাখা বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার সময় ধামইরহাট সরকারি মেমোরিয়াল ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভার এক পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, '১৬ বছর ধরে নির্যাতনের পরেও বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। বরং স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। স্বৈরাচারা যেন দলে জায়গা না নিতে পারে এ কারণে আপনাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে।’

 

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যে জায়গায় মর্যাদা নেই সম্মান নেই, যেই নেতার কাছে গেলে দুর্নাম ঘাড়ে নিতে হবে, চাঁদাবাজির খাতায় নাম লিখা হবে সেই সব জায়গা আপনারা প্রত্যাখ্যান করে উন্নয়নের রূপকার শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করবেন।’ 

 

 এসময় আরো  উপস্থিত ছিলেন, উপজেলা শাখা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান চৌধুরী চপল, যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফেরদৌস, যুগ্ম আহ্বায়ক মনোয়ার কায়সার বুলবুল, যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, খেলনা ইউনিয়নের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, পৌর আহ্বায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারগিস বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

 


   আরও সংবাদ