ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফেনী দাগণভূঞা উপজেলায় ইউনিয়ন প‌রিষদ অফিস নিয়ে জনগণের দাবি কোরাইশমুন্সী বাজা‌রেই (বোর্ড) অ‌ফিস চাই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ১২২ বার


ফেনী দাগণভূঞা উপজেলায় ইউনিয়ন প‌রিষদ অফিস নিয়ে জনগণের দাবি কোরাইশমুন্সী বাজা‌রেই (বোর্ড) অ‌ফিস চাই

ফেনী দাগণভূঞা উপজেলা 2নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নিয়ে কুচক্র মহল এতদিন অন্যায়ভাবে উপজেলা বাসীকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। কারণ 2নং রাজাপুর বোর্ড অফিস বর্তমানে রাজাপুর বাজারে আছে যাতে দূরের মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে ও যাতায়াতে সমস্যা হচ্চে। বর্তমানে কয়েকবার দাবি তোলার পর কোন রকম ব্যবস্থা নিচ্ছে না উধ্বতন কর্মকর্তারা। ইউনিয়ন বাসীর দাবি স্থায়ীভাবে কোরাইশমুন্সী বাজারে ইউনিয় পরিষদ করা।

 ‌কোরাইশমুন্সী বাজার পু‌রো ইউনিয়‌নের মাঝামা‌ঝি স্থানে অব‌স্থিত। শুধু কি তাই! এটি এমন এক‌টি বাজার যে বাজা‌রের ৪ দি‌কেই সুপ্রসস্থ রাস্তা, এবং ৪ টি রাস্তাই হয় উপ‌জেলার, না হয় জেলার রো‌ডের সা‌থে সংযুক্ত।

দ‌ক্ষি‌ণে নিজ উপ‌জেলা দাগনভূঁইয়া এবং আরেকটি অন‌্যতম বা‌ণি‌জ্যিক স্থান সেবারহাট, প‌শ্চি‌মে সেনবাগ উপ‌জেলা, পূ‌র্বে নিজ জেলা ফেনী, উত্ত‌রে দর‌বে‌শের হাট হ‌য়ে ‌ফেনী, সেনবাগ, কান‌কিরহাট, কু‌মিল্লা যে‌কোন দি‌কে সহ‌জেই মুভ করা যায়।

এত এত যোগা‌যোগ সু‌বিধা, বাজা‌রের অবকাঠা‌মোগত সু‌বিধা, বাজা‌রের আয়তন (বড়) ও অবস্থান (পু‌রো ইউনিয়‌নের মাঝখা‌নে) সব‌দিক বি‌বেচনায় ‌কোরাইশমুন্সী বাজার সংলগ্ন প্রস্তা‌বিত স্থা‌নেই বোর্ড অ‌ফিস হ‌লে সবার জন‌্যই মঙ্গল।

এক‌টি নি‌র্দিষ্ট এলাকার সু‌বিধা চিন্তা ক‌রে যারা এটা নি‌য়ে এত মতপার্থক‌্য কর‌ছেন আপনারা আপনা‌দের বি‌বেকটুকু খাটান।

শুধুমাত্র নি‌জের এলাকার জনগ‌ণের চিন্তা না ক‌রে দ‌শের চিন্তা করুন।

পু‌রো ইউনিয়নবাসী কোথায় বোর্ড অ‌ফিস হ‌লে উপকৃত হ‌বে তাদের চিন্তা করুন।
 


   আরও সংবাদ