ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাস পেরোলেও হয়নি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


মাস পেরোলেও হয়নি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের একমাস পেরিয়েছে। কিন্তু এখনো নিহতদের কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়।

হতাহতদের তালিকা প্রণয়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ১৫ দিন সময় দিয়ে একটি স্বাস্থ্য উপ-কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তালিকা প্রকাশের ক্ষেত্রে এ কমিটির কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি।

 

এ বিষয়ে উপ-কমিটির সঙ্গে যোগাযোগ করে নিহতদের যথাযথ ও নির্ভরযোগ্য তালিকা তৈরি করতে আরও কতদিন সময় লাগতে পারে, জানতে চাওয়া হলে তাও নির্দিষ্ট করে বলতে পারেননি কমিটির কেউই।    

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন পর্যন্ত আন্দোলনে হাজারেরও বেশি নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। নিহতের তথ্য নিয়ে স্বাস্থ্য উপ-কমিটির পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু তালিকাও প্রকাশ হয়েছিল। এসব তালিকায় বিভিন্ন পত্রিকা ও সরকারি-বেসরকারি হাসপাতালের ওপর নির্ভর করা হয়েছে। মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করেনি কেউ। ফলে হতাহতের পর হাসপাতালে নেওয়া হয়নি অথবা প্রান্তিক পর্যায়ে হতাহতদের তালিকার বাইরে থেকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা করতে গত ২১ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে ১৭ সদস্যের একটি উপ-কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৫ সেপ্টেম্বরের মধ্যে এই কমিটি দেশব্যাপী আহত ও নিহতদের তালিকা প্রণয়ন এবং আহদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে চাপ প্রয়োগ করবে বলে সে সময় জানানো হয়।  

কমিটি গঠনের ২০ দিন পেরিয়ে গেলেও এটির সদস্যরা কোনো তালিকা তৈরি করতে পারেনি। কমিটির অধীনে প্রত্যেক উপজেলায় ৫ সদস্যের একটি সেচ্ছাসেবী টিম গঠন করে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছিল। কিন্তু বিগত ২০ দিনে এমন কোনো স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম চোখে পড়েনি।

আন্দোলনে হতাহতের তালিকা করতে গত ১৫ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে প্রধান করে একটি কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই কমিটি ৬৩১ জন নিহত ও ১৯ হাজার ২০০ আহত হওয়ার একটি খসড়া তৈরি করেছে। তবে কয়েকটি বিভাগের বেসরকারি হাসপাতালের তথ্য তারা সংগ্রহ করতে পারেনি।

গণঅভ্যুত্থানে ৮১৯ জন নিহতের পরিচয় উল্লেখ একটি তালিকা প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামে একটি মানবাধিকার সংগঠন। সেখানেও অন্তত ১৮৯ জন নিহতের পরিচয় অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। একইসাথে নিহতের সংখ্যা এক হাজারের মতো হতে পারে বলে ধারণা করছে সংগঠনটি।

এদিকে অভ্যুত্থানের একমাস পেরিয়ে গেলেও এখনো কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ না করে শুধু হাসপাতাল এবং সংবাদপত্র নির্ভর হলে প্রান্তিক অঞ্চলের অনেকেই তালিকার বাইরে থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।  

এ বিষয়ে স্বাস্থ্য উপ-কমিটির একাধিক সদস্যের সাথে কথা হয় বাংলানিউজের। তারা জানান, তথ্য সংগ্রহের প্রাথমিক কাজ তারা শেষ করেছেন।

চারটি ধাপে তথ্য সংগ্রহের কাজ করেছেন। প্রথমত, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি বিভিন্ন হাসপাতাল থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করেছেন, তা তারা নিয়েছেন। দ্বিতীয়ত, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে আহত ও নিহতদের তথ্য নিয়েছেন।  

তৃতীয়ত, আস-সুন্নাহ ফাউন্ডেশন ও ব্রাকের মতো যেসব প্রতিষ্ঠান চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা দিয়েছে, তাদের থেকে হতাহতদের তালিকা তারা নিয়েছেন। চতুর্থত, এমন কিছু গ্রুপ, যারা স্বাধীনভাবে আহত ও নিহতদের নিয়ে কাজ করেছে, তাদের থেকে তথ্য নিয়েছেন। কিন্তু এসব তথ্য এখনো গুছিয়ে আনতে পারেনি কমিটির সদস্যরা।

এ বিষয়ে স্বাস্থ্য-উপকমিটির আহ্বায়ক নাহিদা বুশরা বাংলানিউজকে বলেন, আমাদের হাতে কয়েকটা তালিকা আছে। সেগুলো থেকে সত্যতা যাচাই করে আমরা নিজস্ব একটি তালিকা প্রণয়ন করব। ১৫ দিনের মধ্যে তালিকা প্রণয়ন করার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। কারণ, এটা শুধু একটি জেলার বিষয় নয়। পুরো বাংলাদেশের বিষয়।

তিনি বলেন, আমাদের এ তথ্যগুলো যাচাই করতে সময় লাগবে। তাছাড়া এগুলো কোনো অফিসিয়াল তথ্য না। যাচাই করতে আমাদেরকে গ্রাম পর্যায়ে যেতে হবে। এ কারণে স্বাস্থ্য-উপকমিটির মেয়াদ বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। যদিও কতদিন সময় বাড়ানো হবে বা কতদিনের মধ্যে তালিকা প্রদান করা হবে, সে বিষয়ে কোনো তথ্য তিনি দিতে পারেননি।

আহতদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে জানিয়ে স্বাস্থ্য-উপকমিটির সদস্যসচিব তারেকুল ইসলাম বলেন, আমরা হাসপাতালগুলো থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। সেখানে অসংখ্য তথ্য ভুল। একটা নাম আর ফোন নাম্বার, সেটাও আবার ভুল। এগুলো বের করা কঠিন কাজ। এছাড়া বিগত খুনি সরকার তথ্য গায়েব করার কারণে আমাদের কাজ কঠিন হয়ে গিয়েছে।

স্বাস্থ্য উপ-কমিটির সদস্য আবির হাসান বাংলানিউজকে বলেন, আমরা যে তথ্যগুলো পেয়েছি, সেগুলো যথাযথ বিন্যস্ত নয়। ঠিকঠাক বিন্যাস না করে তো প্রকাশ করা যায় না। আমরা প্রথমে ভেবেছিলাম তালিকা ১৫ দিনে সংগ্রহ করে ফেলব। কিন্তু এ সময়ের মধ্যে প্রকাশ করলে তথ্যগুলো যথাযথ কিনা, তা আমরা নিশ্চিত করতে পারতাম না।

তথ্য যাচাই করতে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের হাতে সব তথ্যই আছে বলা যায়। কিন্তু দেখা গেল একজন ব্যক্তি কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আবার কোনো একটা এনজিও থেকে সাহায্য নিয়েছেন। সেক্ষেত্রে তার নাম কয়েকবার এসেছে। এগুলো মার্জ করতে আমাদের সময় লাগছে। যাচাই করার ক্ষেত্রে আমাদেরকে কোনো একটা ভিত্তি ধরে এগুতে হবে। সেক্ষেত্রে আমরা এনআইডি কার্ড নাম্বার ধরে যাচাই করছি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের আশি শতাংশেরই এনআইডি নাম্বার উল্লেখ নেই। সেকারণে সমস্যা হচ্ছে।


   আরও সংবাদ