ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যে মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


যে মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা: খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারে হত্যার অভিযোগে একটি মামলা হয় ৩ সেপ্টেম্বর।

মামলায় ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়। নিহত জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় মামলাটি করেন।  

আর এ মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


   আরও সংবাদ