ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭ বার


পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক: রিজওয়ানা হাসান

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠকের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনের সম্মেলনকক্ষে এক সেমিনারে তিনি এ কথা বলেন।


রিজওয়ানা হাসান বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জনগণের কথা শুনে এ আলোচনা করা হবে এবং ফলাফলও জনগণকে জানানো হবে।


তিনি বলেন, সাম্প্রতিক বাংলাদেশে বন্যায় ভারী বৃষ্টির তথ্য আগে পাওয়া গেলে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত। দিল্লির কাছে এসব বিষয় জোরালো ও স্পষ্টভাবে উত্থাপন করতে হবে।

উপদেষ্টা বলেন, শুধু আন্তর্জাতিক নদীর হিস্যাই নয়, অভ্যন্তরীণ নদীগুলোকে বাঁচাতে হবে। নদী একটি জীবন্ত সত্তা, তাই সম্মিলিতভাবে বাংলাদেশের নদীগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে।


তিনি বলেন, আন্তর্জাতিক নদী কনভেনশনে স্বাক্ষর না করার কারণে উজানের যেসব দেশ পানি দিচ্ছে না, তাদের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করা যাচ্ছে না।


রিজওয়ানা হাসান বলেন, ১৯৯৭ সালে এই কনভেনশন হলেও ২০১৪ সালে ৩৬টি রাষ্ট্রের স্বাক্ষরের মাধ্যমে তা আইনে পরিণত হয়। কিন্তু তারপর উজানের কোনো দেশ স্বাক্ষর করেনি। এ কনভেনশনে ন্যায্যতা ও সমতার কথা বলা আছে, সেজন্য উজানের দেশ আগ্রহী না।


তিনি আরও বলেন, ১৯৯৭ সালের কনভেনশন হলেও ২৭ বছর বাংলাদেশ অনুস্বাক্ষর করেনি। কেন করেনি, তা অনুসন্ধান করা হচ্ছে।


নেগোশিয়েশনের দুর্বলতায় উজানের দেশগুলোর কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করার পথে প্রতিবন্ধকতা বলে জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

 


   আরও সংবাদ