ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গুলিবিদ্ধ আকবরের ঠাঁই হলো রাজারবাগ পুলিশ হাসপাতালে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫১ বার


গুলিবিদ্ধ আকবরের ঠাঁই হলো রাজারবাগ পুলিশ হাসপাতালে

চাঁদপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বুক, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে আকবরের। অবশেষে সিলেট মদন মোহন সরকারি কলেজের একাদশ শ্রেণির এই শিক্ষার্থী উন্নত চিকিৎসা পাচ্ছেন।

 

‘অর্থাভাবে চিকিৎসা বন্ধ ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আকবরের’ এই শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এ সংবাদ প্রকাশ হয়। এরপর অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত আকবর হোসেনের চিকিৎসার জন্য এগিয়ে আসে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আকবরকে চাঁদপুর পুলিশ লাইনের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ আকবর হোসেনের চিকিৎসা হীনতার সংবাদ পুলিশ সুপারের নজরে আসে। তার নির্দেশে থানা পুলিশ আকবরের বাড়িতে গিয়ে তার বিষয়ে খোঁজ-খবর নেন এবং চিকিৎসাহীনতার বিষয়টি নিশ্চিত হন।

আহত আকবর হোসেনের বাবা রওশন আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছেলেকে স্থানীয়দের সহযোগিতায় কোনোমতে চিকিৎসা করালেও পুরো সুস্থ করে তুলতে পারিনি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ আকবর হোসেনের উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নেয়।


   আরও সংবাদ