ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ রাজ্জাকের অপসারণ দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অর্থ আত্বসাত ও শিক্ষার্থীদের কু প্রস্তাব দেওয়ারসহ বিভিন্ন অভিযোগে ২৯শে সেপ্টেম্বর (রবিবার) কলেজ প্রাঙ্গনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক কর্মচারীদের অভিযোগ-অধ্যক্ষ রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরেই নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। নিয়োগের ক্ষেত্রে শিক্ষক ও মেডিকেল অফিসারদের অর্থ লোপাট, বিভিন্ন সময়ে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ এবং ইন্টার্নশিপের আয় কলেজে জমা না দিয়ে কুক্ষিগত করা, হিসাব রক্ষণের আয় ব্যয়ে গরমিল করা, এক শিক্ষককে অন্য শিক্ষকের পেছনে লেলিয়ে দেওয়া, শিক্ষক হাজিরা খাতা তৈরি না করা, মনগরা অডিট তৈরি করে তা পছন্দের শিক্ষকদের দিয়ে পাশ করিয়ে নেওয়াসহ ছাত্রীদের নানা সময়ে কুপ্রস্তাব দিয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছেন।
কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় অবরুদ্ধ অধ্যক্ষের বিশ্বস্থ হিসাব সহকারী তাসলিমা বেগমকে উদ্ধার করে বাসায় পৌছে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেঙ্কারি অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে অধ্যক্ষ আঃ রাজ্জাককে বারবার ফোনে করেও তাকে পাওয়া যায়নি।