ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬১ বার
হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড থেকে তাকে আটক করে।
রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শঙ্খ শুভ্র রায় গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোডে (ফারদিন-মারদিন রেস্টুরেন্টের পাশে) অবস্থান করছিলেন। র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা সেখান থেকে তাকে আটক করেছে। সন্ধ্যায় থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় শঙ্খ শুভ্র রায় আসামি।
ওসি আরও জানান, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।
শঙ্খ শুভ্র রায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।