ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে রাসুল (সাঃ) কে নিয়ে মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৯ বার


ধামইরহাটে রাসুল (সাঃ) কে নিয়ে মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন  অনুষ্ঠিত।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মুসলিম ছাত্র ও তৌহিদী জনতার আয়োজনে বর্তমান  ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুজন নেতা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যোহরের সালাতের পর ধামইরহাট উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মুসলিম ছাত্র ও তৌহিদী জনতার পক্ষ থেকে মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন ওলামায়ে কেরামগণ। 

 

এসময় বক্তারা বলেন, ভারতের সরকার দলীয় নেতারা ইসলামকে অবমাননা করে কটুক্তি করেছে। এই কটুক্তি কারীদের বিরুদ্ধে সকলকে এক হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সেই সাথে ভারত সরকারের কাছে কটুক্তিকারী বিজেপির মুখপাত্র নূপুর শর্মার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ইউসুফ আল হাবিবী, হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ নোমান, মো. আব্দুর রহমান, মাওলানা নুরুজ্জামান হোসেন ও আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল সহ অন্যান্য উলামা ও মাশাহেক বৃন্দ। 


   আরও সংবাদ