ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাপাহারে ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকা ক্যাম্পেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৪ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


সাপাহারে ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকা ক্যাম্পেন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে পিপিআর ও ক্ষুরারোগ নির্মূল এবং নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নওগাঁর সাপাহারে বিনামুল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার ফুরকুটিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল ও ভেড়ার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী।

এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়, ০১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর, ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত উপজেলার ৬ টি ইউনিয়নে সব এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

 


   আরও সংবাদ