ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে অ্যাডভোকেসী লবিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৪ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৮ বার


ধামইরহাটে  অ্যাডভোকেসী লবিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী  অনুষ্ঠিত।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন (ASA) II phase প্রকল্প (Attain Sustainability of Adibasi's) আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়কে অ্যাডভোকেসী লবিং ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

 

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় উপজেলার ভাতগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে রাজশাহী কারিতাস অঞ্চল (ASA) প্রকল্পের জুনিয়র কর্মসূচি অফিসার ফুলজেনসিউস মারান্ডী আগ্রাদ্বীগুন ইউনিয়নের ১৫টি গ্রামের ৩০জন আদিবাসী নেতা ও নেত্রীকে প্রশিক্ষণ প্রদান করেন। মঙ্গলবার শুরু হওয়া দুইদিন ব্যাপি প্রশিক্ষণের আজ ছিল দ্বিতীয় দিন।

 

এসময় উপস্থিত ছিলেন, কারিতাস উপজেলা শাখার মাঠ অফিসার পুস্পিতা মার্ডী, প্রকল্প সুপার ভাইজার ভবেশ উরাও, অঞ্জলী লাকড়া প্রমুখ। 

 


   আরও সংবাদ