ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজধানীতে এক রাতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


রাজধানীতে এক রাতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

ঢাকা: রাজধানীর মালিবাগ ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছেন।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হবে আনুমানিক ৫০ বছর।
তিনি আরও জানান, এদিকে রাত ৯টার দিকে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির দেহ খণ্ড খণ্ড হয়ে যায়। তার বয়স ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি। চেষ্টা করা হচ্ছে দুটি মৃতদেহের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করার।

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ