ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। নিশ্চিত করেছে সিরিজও।
বুলাওয়েতে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯৯ রানে হারিয়েছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে কামরান গুলামের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৪০.১ ওভার খেলে ২০৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন সর্বোচ্চ ৫১ রান করলেও বাকিরা তেমন কোনো আশা জোগাতে পারেননি।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল। একটি করে শিকার ফয়সাল আকরাম ও কামরানের।
এর আগে কামরান দাপট দেখান ব্যাট হাতে। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ৯৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৫০ রান।
এদিকে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে।