ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ মে, ২০২৫ ২২:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৯ বার


এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা

ঢাকা: রেমিট্যান্স বা প্রবাসী আয়ের উচ্চধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী এপ্রিল মাসে এসেছে প্রায় ২ দশমিক ৭৫ বিলিয়ন বা ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয়।


যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রোববার (৪ মে) এপ্রিল মাসের প্রবাসী আয়ের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। যা আগের বছরের এপ্রিলের চেয়ে অনেক বেশি। গত ঈদের আগে একক মাস হিসাবে মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৮০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে  ৪১ কোটি ১১ লাখ ১০ হাজার ডলার ইসলামী ব্যাংকের মাধ্যমে।  


   আরও সংবাদ