ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প

জাপানের অওমোরি অঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যালোচনার পর তা তুলে নেওয়া হয়। 

স্থানীয় সময় সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভয় পেয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন হাজারো মানুষ।

অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেন, আবারও ভূমিকম্প হতে পারে। তাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদে রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন। 
বিশেষজ্ঞরাও জানিয়েছেন, মূল ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে।

সূত্র: বিবিসি 


   আরও সংবাদ