স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ ২০:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
স্টাফ রিপোর্টার:
আজ ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার। বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব মো: সাইদুর রহমানকে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর পক্ষ থেকে সম্মাননা সূচক লায়ন্স ইন্টারন্যাশনাল পিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মাননা পিন পরিয়ে দেন বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার উপদেষ্টা এবং ক্লাব পরিচালক লায়ন মো: ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান শুধু সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে নিবেদিত একজন সংগঠকই নন, তিনি বিভিন্ন জাতীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সম্মানিত বা আজীবন সদস্য। এর মধ্যে রয়েছে—
বাংলা একাডেমি, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপসহ আরও বহু সুনামধন্য প্রতিষ্ঠান।
এছাড়া তিনি BSTQM, IBFB, এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাজসেবামূলক কাজের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি তার নিজ উদ্যোগে সমাজসেবক ও মানবিক কর্মীদের বিভিন্ন সময় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করে আসছেন, যা সমাজে মানবিক কাজের ধারাকে আরও গতিশীল করছে।