ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিদায় নিতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


বিদায় নিতে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ দুই যুগের পথচলার অন্যতম সেরা নাম সাকিব আল হাসান। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটে অবসর নেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। অবসরকে সামনে রেখে নিজের ইচ্ছার কথা প্রথমবারের মতো প্রকাশ করলেন সাকিব। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বিদায় নিতে চান তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত সাকিব। রোববার (৭ ডিসেম্বর) টুর্নামেন্টে অভিষেক ম্যাচে ব্যাটে-বলে খুব একটা আলো ছড়াতে না পারলেও তার দল জয়ের মুখ দেখেছে। একই দিনে মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

পডকাস্টে সাকিব বলেন, 'আমি এখনো কোনো ফরম্যাটেই আনুষ্ঠানিক অবসর ঘোষণা করিনি। প্রথমবারের মতো বলছি, দেশে ফিরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে একটি পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাই।'

কোন ফরম্যাট দিয়ে শেষ করবেন তা তার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে দর্শকদের সামনে একটি সিরিজ খেলেই বিদায় দিতে চান তিনি।

২০২৪ সালের অস্থির রাজনৈতিক পরিস্থিতির পর দেশ ছাড়েন সাকিব। আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে তিনি আর দেশে ফেরেননি। যদিও জুলাইয়ের অভ্যুত্থানের সময় তিনি দেশের বাইরে ছিলেন। পরে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেললেও কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

দীর্ঘ বিরতির পরও দেশে ফেরার ব্যাপারে আশাবাদী সাকিব। তার ভাষায়, 'আমি বিশ্বাস করি, ফিরতে পারব। দেশের সমর্থকরা আমাকে অসাধারণভাবে ভালোবেসেছে। হোম সিরিজই হবে তাদের কাছে আমার শেষ বিদায় জানানোর উপযুক্ত সুযোগ। তাদের জন্য কিছু ফিরিয়ে দিতে চাই।'

ক্রিকেটের মাঠের পাশাপাশি রাজনীতির ক্ষেত্রেও নিজের যাত্রা অব্যাহত রাখতে চান তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব।


   আরও সংবাদ