ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক পদে এম.আর মোস্তফা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮ টায় নির্বাচন কমিশন নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
এতে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীকে ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ.জেড মিজান মই প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে সাজেদুর রহমান দুলাল ছাতা প্রতীকে ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী অমৃত কুমার ঘোষ কলস প্রতীকে ৪৮৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এম.আর মোস্তফা গরুর গাড়ী প্রতীকে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুন অর-রশিদ মোটরসাইকেল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে এরশাদ খান তালা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ফ্যান প্রতীকে ৫১৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার মন্ডল টিউবওয়েল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ.এস.এম গোলাম হাফিজ আম প্রতীকে ৩৮৩ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদিন শুভ কম্পিউটার প্রতীকে ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহীন আলম বই প্রতীকে ২৩৬ ভোট পেয়েছেন এবং কার্য্য নির্বাহী সদস্য হিসাবে মাহাবুব আলম সরকার বিজয়ী হয়েছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে আলেক চান এবং প্রচার সম্পাদক পদে মাসুম রেজা এবং কার্য্য নির্বাহী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সর্বমোট ১২৮৪জন ভোটারের মধ্যে নির্বাচনে ১২৪০জন ভোটার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের মূলবান ভোট প্রদান করেন।