ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সংস্কারের (সিলকোট) পর থেকে সড়কের পিচসহ পাথরকুচি উঠে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান ও ঠিকাদার বিএনপি নেতা শহীদুরের বিরুদ্ধে। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে দেখা গেছে এমন চিত্র। ইউএনও শাহরিয়ার রহমানের বদলি জনিত কারণে এবিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সরেজমিনে উপজেলা পরিষদ চত্বর এলাকায় সদ্য সংস্কার হওয়া সড়কের উপর আঙ্গুল অথবা পা দিয়ে একটু ঘষা দিলেই পিচসহ পাথরকুচি উঠে যেতে দেখা যায়। শুধু তাই নয়, নিয়ম না মেনে এতে রোলার মেশিনও ব্যবহার করা হয়নি ঠিক মতো। দুর্নীতির এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে একরকম চাপা ক্ষোভ লক্ষ্য করে গেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, চলতি ২০-২৫ অর্থবছরে পৌরসভার অধীনে ৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে ৩৯৫ মিটারের মধ্যে অতিরিক্ত ৪৫৬ মিটার সড়ক সংস্কারের জন্য সিল কোটের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শহিদুর ট্রেডার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এই অনিয়ম ও দুর্নীতির পিছনে স্থানীয় বিএনপি নেতা ঠিকাদার শহিদুর রহমান এবং ইউএনওসহ স্থানীয় প্রভাবশালীরা জড়িত। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সঠিক তথ্য বের হয়ে আসবে।
পৌর বিএনপির সভাপতি ঠিকাদার শহিদুর জানান, আমার লাইসেন্স দিয়ে ওই সড়কের কাজ করা হয়েছে। দুর্নীতি বা কোন অনিয়মের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।
অনিয়মের বিষয়টি স্বীকার করে পৌরসভার সহকারী প্রকৌশলী সজল কুমার সময়ের আলোকে বলেন, গত বৃহস্পতিবার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান জোরপূর্বক ৪৫৬ মিটার সিল কোট সড়ক নির্মাণ কাজের দায়িত্ব নিয়ে কাজটা করেছেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ছুটি থাকায় এবং রাতের অন্ধকারে সড়ক নির্মাণ কাজ করার কারণে তা তদারকি করা সম্ভব হয়নি পৌরসভা কর্তৃপক্ষের। তবে বিষয়টি তদন্ত করছেন বলে জানান।