আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার
কম্বোডিয়ার সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড। সোমবার সকালে এ হামলা হয়। সীমান্তে উত্তেজনার জন্য কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয় দেশই একে অপরকে দায়ি করেছে।
রয়্যাল থাই আর্মি রোববার (৭ ডিসেম্বর) সিসাকেট প্রদেশে কম্বোডিয়ান সৈন্যরা তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ আনার পর এ শুরু হামলা হয়।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সেনাবাহিনী জানিয়েছে, সোমবার সকালে উবোন রাতচাথানি প্রদেশে আরেকটি সংঘর্ষ হয়েছে, যার ফলে বিমান হামলা চালানো হয়েছে।
রয়েল থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি বলেছেন, কম্বোডিয়ান সৈন্যরা আনুমানিক ভোর ৫টার দিকে থেকে ছোট অস্ত্র এবং রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালিয়েছে, থাইল্যান্ড এর পাল্টা জবাব দিয়েছে।
পরে সকালে, থাই সেনাবাহিনী বলেছে তারা রিপোর্ট পেয়েছে তাদের সৈন্যদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে, যার ফলে একজন কর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন।
সুভারি বলেন, কম্বোডিয়ান সেনাদের আক্রমণ দমন করার জন্য থাইল্যান্ড একাধিক এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী এ অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সৈন্য মোতায়েন করেছে।
এদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেছেন, থাই বাহিনী সোমবার ভোরে সীমান্তবর্তী প্রদেশ প্রিয়াহ ভিহিয়ার এবং ওদ্দার মিঞ্চেতে কম্বোডিয়ান সেনাদের ওপর আক্রমণ শুরু করে, কম্বোডিয়া কোনো প্রতিশোধ নেয়নি।
সূত্র: ডয়চে ভেলে