ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

দারুণভাবে তিন ম্যাচের ওয়ানডে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। চট্টগ্রাম স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। দিনের নায়ক ওপেনার আদৃত ঘোষ। তার দারুণ সেঞ্চুরিতে ভর করেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

ওপেনিংয়ে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আদৃত। ১৩৮ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি থামে ১০৩ রানে। সেঞ্চুরির পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই ডানহাতি ব্যাটারের হাতে।

আদৃতের ইনিংসকে ঘিরে ৬ উইকেটে ২৭১ রানের চমৎকার সংগ্রহ গড়ে বাংলাদেশ। ত্রিশোর্ধ্ব ইনিংস আসে নাঈম (৩২), আকাশ (৩৯) ও সৌরভের (৩২) ব্যাট থেকেও। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন হিমারু।

জবাবে নির্ধারিত ৫০ ওভার খেলেও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি লঙ্কান যুবারা। বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে তারা থেমে যায় ১৯৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত থাকেন ফার্নান্দো, তবে তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আকাশ রায়, আকাশ, মাহিনুজ্জামান মহাবীর, ফাইয়াজ আরিব, জারিফ সিয়াম, মোহাম্মদ ইফতেখার এবং রাকিবুল হোসেন।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী ৯ ডিসেম্বর, শেষ ম্যাচ ১২ ডিসেম্বর।


   আরও সংবাদ