ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি পলাতক ছিলেন।  

গ্রেপ্তার হাফিজুর রহমান (৫৫) গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। 

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মামলায় হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর তিনি আদালতে হাজির না হয়ে কৌশলে দীর্ঘ ২৩ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় বেতার বার্তায় জানানো হয়েছে।


   আরও সংবাদ